প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

সোহেল রানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সলঙ্গার হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন: সায়েম সভাপতি-রিপন সস্পাদক

   
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, ৩০ নভেম্বর ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছে সলঙ্গা থানা ছাত্রলীগ। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক রিপন হাসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আগামী ১ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। এতে আবু সায়েম সভাপতি ও রিপন সরকার (লিমন) সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন করা হয়।

সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক রিপন হাসান জানান,মেয়াদ উত্তীর্ণ হওয়ায় হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে সংগঠনকে গতিশীল করার লক্ষে আবু সায়েমকে সভাপতি ও রিপন সরকার লিমনকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেয়া হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করারও নির্দেশ দেয়া হয়েছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: