জয়পুরহাটে আন্তঃফসল চাষে কৃষকের মুখে সফলতার হাসি

সংসারে বাড়তি আয়ের উৎস হিসেবে বিশেষ ভূমিকা পালনকারী আন্তঃফসল চাষ করে মুখে সফলতার হাসি এখন জয়পুরহাটের গ্রামীণ পর্যায়ে বসবাস করা কৃষকদের।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র জানান, প্রধানমন্ত্রীর ঘোষনা একটি জায়গাও যেন পতিত না থাকে, সরকারের এ ঘোষনা বাস্তবায়নে কাজ করছে কৃষি বিভাগ।
কৃষি বিভাগের তত্বাবধানে ২০২১-২০২২ খরিপ মৌসুমে জেলায় এক হাজার ২৭৫ হেক্টর জমিতে আন্তঃফসলের চাষ হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫ হাজার ৬৮৭ মেট্রিক টন সবজিসহ অন্যান্য ফসল। আক্কেলপুর উপজেলা কৃষি অফিসার মো: ইমরান হোসেন বলেন, আন্তঃফসল হিসাবে আক্কেলপুর উপজেলায় আলুর সঙ্গে মিষ্টি কুমড়া ৮৫ হেক্টর, আলুর সঙ্গে ভূট্টা রয়েছে ৪৫ হেক্টরসহ অন্যান্য ফসল।
পাঁচবিবি উপজেলা কৃষি অফিসার মো: লুৎফর রহমান জানান, আন্তঃফসল চাষ হিসাবে পাঁচবিবি উপজেলায় রয়েছে প্রায় ৫৫০ হেক্টর জমি। এরমধ্যে রয়েছে আলুর সঙ্গে ভূট্টা, আলুর সঙ্গে মিষ্টি কুমড়া, আখের সঙ্গে পেঁয়াজ, বেগুণের সঙ্গে মরিচ আবার একই সঙ্গে লাল শাক, কলমি, পালং শাক, সিম। সদর উপজেলার সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অমল চন্দ্র মন্ডল জানান, সদর উপজেলায় ১৩০ বিঘা জমিতে আন্তঃফসল হিসেবে ভুট্টার সঙ্গে মিষ্টি কুমড়া ও আখের সঙ্গে পেঁয়াজ রয়েছে। এ ক্ষেত্রে সরকারের কৃষি প্রণোদনা কর্মসুচী বিশেষ সহায়ক হিসেবে কাজ করছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর ঘোষনা একটি জায়গাও যেন পতিত না থাকে, সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা গুলোও এই ঘোষনা বাস্তবায়নে কাজ করছে। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশনের পক্ষ থেকে সার, বীজসহ আর্থিক ও কারিগরি সহযোগিতায় জেলার প্রত্যন্ত অঞ্চল সদর উপজেলার কোচকুড়ি গ্রামের কৃষক হাফিজার রহমান ৬৬ শতাংশ জমিতে আন্তঃফসল হিসেবে কলার সঙ্গে ফুল ও বাঁধাকপি চাষ করেছেন। এছাড়াও রয়েছে বেগুণের সঙ্গে মরিচ, মরিচের সঙ্গে তিল, ডাটা, লালশাক, কলমি, ঢেঁড়স, পুঁইশাক।
প্রতিবেশী আমেনা বেগম ও মাহমুদা বেগম জানান, হাফিজার রহমানকে দেখে আমরাও আন্তঃফসল হিসেবে নানা ফসল চাষ করছি। আগে জমিতে একটি ফসল চাষ করা হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান কৃষিবান্ধব সরকারের অধিক হারে নানা ফসল উৎপাদন কর্মসূচীর আলোকে কৃষকরা এখন জমির উত্তম ব্যবহার নিশ্চিত করতে এবং সংসারে বাড়তি আয়ের উৎস হিসেবে এক ফসলের সঙ্গে একাধিক ফসল চাষ করছেন। এর নাম দেওয়া হয়েছে আন্তঃফসল চাষ।
স্থানীয় জাকস ফাউন্ডশনের নির্বাহী পরিচালক মো: নূরুল আমিন জানান, একটি জায়গাও যেন পতিত না থাকে, বর্তমান সরকারের ঘোষনা বাস্তবায়নে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের দিক নির্দেশনায় বাড়ির আশ-পাশে পতিত জমিতে সবজিসহ নানা ফসল চাষে গ্রামীণ পর্যায়ে নারীদের সার, বীজসহ আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করা হচ্ছে।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ in[email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: