কৃষক সুনীল কুমারকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন

মিজানুর রহমান, চুয়াডাঙ্গা থেকে: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রায়লক্ষিপুর গ্রামের কৃষক সুনীল কুমার দাসকে হত্যার অপরাধে তিনজনকে যাবজ্জীবন স্বশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ (২) আদালতের বিচারক মাসুদ আলী জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। দন্ডিত আসামিরা হলো, আলমডাঙ্গার রায়লক্ষিপুর গ্রামের কালু ফকিরের ছেলে সুলতান হোসেন (৫৫), লালু মন্ডলের ছেলে লিয়াকত আলী (৫৮) ও লাল্টু সর্দারের ছেলে শওকত আলী (৬০)।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর গিয়াসউদ্দিন মামলার নথি দেখে জানান, জমিজমা নিয়ে বিরোধকে ঘিরে ১৯৯৩ সালের ৯ ডিসেম্বর রাত আটটার দিকে দন্ডিত আসামিরাসহ অন্তত ১৫-১৬ জন ব্যাক্তি সুনীলদের বাড়িতে গিয়ে সুনীলকে তার গায়ে থাকা চাদর দিয়ে দুহাত বেধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই মারা যার সুনীল কুমার। এ ঘটনার পরদিন নিহতের ভাই অনিল কুমার দন্ডিত আসামিসহ অজ্ঞাত আসামিদের নামে থানায় এজাহার দায়ের করেন।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম জানান, রাষ্ট্রপক্ষ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত করায় আদালত অপরাধী তিনজনকে যাবজ্জীবন স্বশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।
মামলায় মোট ১০ জন সাক্ষীকে পরীক্ষা করা হয়। সাক্ষ্য প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক আসামি সুলতান হোসেন, লিয়াকত আলী ও শওকত আলীকে যাবজ্জীবন স্বশ্রম কারাদন্ড প্রদান করেন। মামলার অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের খালাস প্রদান করা হয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: