প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ঢাকা গাজীপুর এলাকা থেকে গ্রেফতার

   
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, ১ ডিসেম্বর ২০২২

আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ থেকে: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্ৰেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আটককৃত ব্যক্তি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বঙ্গেশ্বরপুর গ্ৰামের মৃত জোবদুল হক এর ছেলে এরসাদ আলী(৪৫)।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোবাইল ফোনে জানান, উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার হোসেন এর নেতৃত্বে ঢাকা গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি এরসাদ আলীকে গ্ৰেফতার করা হয়। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ব্যবসার টাকা লেনদেনের কারণে এরসাদ আলী দীর্ঘদিন ধরে ঢাকায় পালিয়ে থেকে সিকিউরিটি গার্ডের চাকরি করছিল। পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্ৰেফতার করতে সক্ষম হয়।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: