প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

এহসানুল হক মিয়া

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে মামার বিরুদ্ধে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ

   
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, ১ ডিসেম্বর ২০২২

ফরিদপুরে মামার বিরুদ্ধে ১৮ বছর বয়সী এক গৃহবধূ ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের পর ওই গৃহবধূকে চিকিৎসা ও পরীক্ষা করানোর জন্য বুধবার (৩০ নভেম্বর) দুপুরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বেশ কিছুদিন আগে মনোমালিন্য হওয়ায় স্বামীর সাথে ডিভোর্স হয় ভাগ্নির। এরপর থেকে বাবার বাড়িতেই থাকতেন মেয়েটি। মঙ্গলবার (২৯ নভেম্বর) তাদের বাড়িতে বেড়াতে আসেন তার আপন মামা রিপন মোল্যা (৪৫)। রাতে ঘুমান পাশাপাশি রুমে। বাসার সবাই রাতে ঘুমিয়ে পড়লে ভাগ্নির মুখ চেপে ধরে তার বাবার বাসাতেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর। মামা রিপন মোল্যার বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ এলাকায়।

এদিকে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, এ ঘটনা তদন্তে পুলিশের একটি টিম কাজ করছে। এছাড়া এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: