প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

হারুন অর রশিদ

পঞ্চগড় প্রতিনিধি

বোদা পৌরসভা নির্বাচন, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ৪৫ জনের মনোনয়ন দাখিল

   
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, ১ ডিসেম্বর ২০২২

আগামি ২৯ ডিসেম্বর ২য় বারের মত বোদা পৌরসভা নির্বাচন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ৪৫ জন প্রার্থী রিটার্নিং কর্মকতা ও জেলা নির্বাচন অফিসারের হাতে মনোনয়ন দাখিল করেছেন। এদের মধ্যে মেয়র পদে চারজন সাধারন কাউন্সিলর ৩১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১০ জন।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ব্যবসায়ী নেতা আজহার আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত বোদা উপজেলা শাখার সহ-সভাপতি মওদুদ খান, স্বতন্ত্র হিসেবে বোদা উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক বর্তমান যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন হাসান, পৌর বিএনপি’র সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময় মনোনয়ন দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, আগামি ৩ ডিসেম্বর শনিবার মনোনয়ন পত্র বাছাই, ১০ ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিন, আগামি ১১ ডিসেম্বর প্রতিক বরাদ্দ দেওয়া হবে। আগামি ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহন। পৌর এলাকায় ১৪৭১২জন এদের মধ্যে পুরুষ ৭০৫১ জন পুরুষ এবং ৭৪৬১ জন নারী ৯ টি কেন্দ্রে ৪৮টি বুথে ভোটাধিকার প্রয়োগ করবেন।

বৃহস্পতিবার সকাল নয়টার পর বেলা বাড়ার সাথে সাথে প্রার্থী মিছিল বাদ্য বাজনা নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্য্যালয়ে আসেন। দুপুর বেলা পুরো উপজেলা কার্য্যালয় প্রার্থী কর্মী সমর্থকদের ভীড় লেগে যায়। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা নিয়ন্ত্রন করতে হিমশিম খেয়ে যায়। তবে প্রথম দিনেই প্রার্থীরা পুলিশের সামনেই আচরনবিধী ভঙ্গ করেছেন। কারন উপজেলা নির্বাচন অফিসের সামনেই মিছিল নিয়ে আসেন। এ সময় পুলিশ সদস্যরা মিছিল না করতে অনুরোধ জানাতে দেখা গেছে।

এদিকে নির্বাচনকে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ করতে আইনশৃংখলা বাহীনির সাথে সমন্বয় করে সকল প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর। তিনি সাংবাদিকদের জানান আমরা আচরনবিধীর বিষয়ে তৎপর রয়েছি। তবে কোন কোন প্রার্থী আচরনবিধী না জেনে মিছিল নিয়ে এসেছেন। এবারে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটের দিন প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে। প্রচার প্রচারনায় প্রার্থীদের মধ্যে আচরনবিধী কঠোর ভাবে নিয়ন্ত্রন করা হবে। এছাড়াও ভোটের দিন প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‌্যাব এবং ভ্রাম্যমান নির্বাহি ম্যাজিস্ট্রেট নিযুক্ত থাকবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: