রংপুর সিটি নির্বাচনে নৌকার প্রার্থী ডালিয়ার সঙ্গে জেলা আ.লীগের মতবিনিময় সভা

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়ার সঙ্গে জেলা আ'লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাদ মাগরিব জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিতি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. ইলিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন বকুল, জয়নাল আবেদীন, রোজী রহমান, উৎপল সরকার, উপদেষ্টা মন্ডলীর সদস্য মফিজার রহমান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা,মাজেদ আলী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদুল ইসলাম, আবু তালহা বিপ্লব, জাসেম বিন জুম্মন, প্রচার সম্পাদক লতিফা শওকত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিক ঊল আলম কল্লোল, শ্রম বিষয়ক সম্পাদক গায়ারুল ইসলাম,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সাঈদ সুমন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এরশাদুল হক রঞ্জু, উপ-দপ্তর সম্পাদক জিন্নাত হোসেন লাভলু, উপ-প্রচার সম্পাদক মাহামুদ হাসান, সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা মহিলা লীগের সভাপতি মর্তুজা মনসুর, সাধারণ সম্পাদক এ্যাড. জাকিয়া সুলতানা চৈতী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক, জেলা ছাত্রলীগের সভাপতি সভাপতি এস এম সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক তানিম আহসান চপল, যুব মহিলা লীগের আহ্বায়ক সুরাইয়া আক্তার, যুগ্ম আহ্বায়ক রওশান আরা ববি, কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, রংপুর সিটি কর্পোরেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন। তিনি রংপুরের অভূতপূর্ব উন্নয়ন করেছেন। আমরা রংপুরবাসী সেই কৃতজ্ঞতা থেকে প্রধানমন্ত্রীকে বিজয় উপহার দিতে চাই। এজন্য নেতাকর্মীদের এক জোট নৌকার জন্য কাজ করতে হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: