দ্বিতীয় দিনের মত সিরাজগঞ্জ চলছে পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২২, ১২:২৮ পিএম

দ্বিতীয় দিনের মত রাজশাহী বিভাগের আট জেলায় ১০ দফা দাবিতে শুক্রবার (২ ডিসেম্বর) অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে পরিবহন ধর্মঘট সিরাজগঞ্জে থেকে রাজশাহী রুটের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার সকালে সিরাজগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায় রাজশাহী রুটের সকল বাস বন্ধ রয়েছে। জেলার অভ্যান্তিন রুটে বাস চলাচলা বন্ধ রয়েছে। তবে ঢাকা গামী বাস চলাচল করছে। আজ শুক্রবার ছুটির দিন হওয়ার কারনে যাত্রী সংখ্যা তেমন দেখা মিলছে না। জেলার অভ্যান্তরিন চলাচলের জন্য যাত্রী এখন একমাত্র ভরশা সিএনজি অটোরিকশা। যে করনেই গতকাল থেকে ভাড়া বেড়েছে সিএনজি অটোরিকশা।

সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সমিতির সভাপতি সুলতার মাহামুদ জানান, ১০ দফা দাবীতে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ধর্মঘট পালন করা হচ্ছে। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী ৩দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে দাবী মানা না হলে এ আন্দোলন চলমান থাকবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: