প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

নয়াপল্টনেই সমাবেশ, সরকারকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে: আমান

   
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, ২ ডিসেম্বর ২০২২

ছবি - সংগৃহিত

বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমান উল্লাহ আমান হুশিয়ারী দিয়ে বলেছেন, ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি সমাবেশ করবে। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপি কার্যালয়ের ভাসানী মিলনায়তনে মহানগর উত্তর মহিলা দলের অধীনে পল্লবী, রূপনগর, বাড্ডা, ভাটারা, মোহাম্মদপুর ও আদাবর থানার সভাকক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আমান বলেন, অতীতে নয়াপল্টনে শান্তিপূর্ণভাবে বিএনপির বিভাগীয় সভা, বিভিন্ন প্রতিবাদ সমাবেশ ও অন্যান্য কর্মসূচি হয়েছে। সুতরাং আগামী ১০ ডিসেম্বরের সমাবেশও নয়াপল্টনেই হবে, সমাবেশের জন‍্য নয়াপল্টন চেয়ে আমরা চিঠিও দিয়েছে। এখন নয়াপল্টনে আমরা যাতে নির্বিঘ্নে সমাবেশ করতে পারি, তার জন্য সরকারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।’

তিনি বলেন, নিজ দলের কার্যালয়ের সামনে প্রতিনিয়ত কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন দল। রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ করছে; অথচ আমরা আমাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে পারব না—এ রকম দুই নিয়ম চলতে পারে না।’ সোহরাওয়ার্দী উদ্যানে সরকারের অনুমতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সরকার অসৎ উদ্দেশ্যে বিএনপির নেতা-কর্মীদের সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে যেতে চায়। কিন্তু আমরা সরকারের সেই ফাঁদে পা দেব না।

১০ ডিসেম্বর ঢাকা হবে মিছিলের শহর, মানুষের শহর উল্লেখ করে আমান বলেন, জনসভা ঠেকানো শেখ হাসিনার পক্ষে সম্ভব হবে না। তিনি বলে, ঢাকায় জনসমাগম বাধাগ্রস্ত করতে পুলিশি অভিযান শুরু হয়েছে। নেতাকর্মীদের ঘরে ঘরে হয়রানি করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, এমনকি আদালত চত্বর থেকেও। কিন্তু কতজনকে গ্রেপ্তার করা হবে? হাজার হাজার নয়, কোটি কোটি মানুষ বেরিয়ে আসবে। তাই গ্রেফতার ও হয়রানি করে সমাবেশ বন্ধ করা যাবে না।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: