ইবিতে ছাত্রীর গায়ে হলুদ, নেটিজেনদের সমালোচনা

আবু হুরাইরা, ইবি থেকে: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে এক শিক্ষার্থীর গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করলে নেটিজেনদেন মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। মন্তব্যের ঘরে শুরু হয় তীব্র সমালোচনা।
মিশকা জান্নাত মীম নামের ওই শিক্ষার্থী আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের স্নাতক ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে তার সহপাঠীরা এ আয়োজন করে।
শুক্রবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নাম সংবলিত একটি পেইজ থেকে গায়ে হলুদের একটি ছবি পোস্ট করা হয়। মুহূর্তেই ভাইরাল হয় সেই ছবি। ‘যতসব ফালতু কাজ ইবিতেই হচ্ছে,’ ‘ভার্সিটিতে একটা কমিউনিটি সেন্টার খোলা হোক’, ‘নামেই শুধু ইসলামিক ইউনিভার্সিটি’, ‘শুধু সুন্নতে খাতনার অনুষ্ঠানটা বাকি রইলো’, ‘ধিক্কার জানাই এমন ডিজিটালের আর ব্যর্থতা জানাই তার পিতামাতার’ সহ বিভিন্ন মন্তব্য করেন নেটিজেনরা।
পরে সন্ধ্যা ৭টার দিকে ওই ছবিটি ‘পাবলিকিয়ান পরিবার’ নামক গ্রুপে আপলোড করলে সেখানে ‘তোমাদের হাত ধরে ইসলামী বিশ্ববিদ্যালয় আরো ৩ধাপ এগিয়ে গেল’ ইবি এবার বিশ্বর্যাংকিংয়ে টপ ৫ এ চলে আসবে’, ‘ওনার ফ্যামিলি নেই নাকি?’ সহ বিভিন্ন মন্তব্যে সমালোচিত হয়।
একই সময়ে ‘বেলা বোস’ নামের একটি পেইজ থেকেও একই ছবি পোস্ট করা হয়। সেখানেও শুরু হয় ট্রোল। ‘তারপরেও এটা ইসলামী বিশ্ববিদ্যালয়’, ‘ভাইরাল হওয়ার ধান্দা ছাড়া আর কিছু না’, ‘বিশ্ববিদ্যালয়গুলো এখন কমিউনিটি সেন্টার হয়ে গেছে’, ‘শিক্ষা প্রতিষ্ঠানে এমন কান্ড খুবই লজ্জাজনক’ সহ বিভিন্ন মন্তব্য দেখা যায়।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: