খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ১০:০১ এএম

খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। আজ শনিবার (০৩ ডিসেম্বর) দলটির রাজশাহী বিভাগীয় সমাবেশ।আর এই সমাবেশে যোগ দিতে ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মাদরাসা মাঠে আসছেন। অনেকেই মাঠের মধ্যে মিছিল করছেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠছে সমাবেশস্থল।

নেতাকর্মীরা জানিয়েছেন, আমরা তিন দিন আগেই রাজশাহীতে অবস্থান করছিলাম। হোটেল ভাড়া না দেওয়ায় আমরা বিভিন্ন এলাকায় রাতযাপন করেছি। সকালে ফজর নামাজ পড়েই সমাবেশের মাঠে চলে আসছি।এদিকে সমাবেশকে সামনে রেখে গত ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগের আটটি জেলায় পরিবহন ধর্মঘট চলছে। এসব জেলা থেকে আসা নেতাকর্মীরা পথে পথে বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করছেন। বাস বন্ধ থাকায় পথ ভেঙে ভেঙে বিকল্প উপায়ে রাজশাহীতে প্রবেশ করছেন তারা।

এছাড়া বিএনপির বিভাগীয় সমাবেশের আগের দিন থেকে রাজশাহীতে পরিবহন ধর্মঘটের পাশাপাশি সিএনজি-অটোরিকশা ধর্মঘটেরও ডাক দেওয়া হয়েছে।বিএনপির নেতারা বলেছেন, সমাবেশের আগেই বিভিন্ন জেলার নেতাকর্মীরা রাজশাহীতে অবস্থান করছেন। সকাল থেকে মাঠে সাধারণ মানুষের উপস্থিতি বাড়ছে। সকাল ১০টার মধ্যে সমাবেশের মাঠ কানায় কানায় পূর্ণ হবে। হুমকি-ধমকি আর পরিবহন ধর্মঘট দিয়ে আমাদের আটকানো যাবে না।

উল্লেখ্য, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর আজ (০৩ ডিসেম্বর) রাজশাহীতে গণসমাবেশ করছে বিএনপি। রাজশাহীর মাদরাসা মাঠে সমাবেশের আয়োজন সম্পূর্ণ হয়েছে। এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: