নেত্রকোণায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২২ পালিত

প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ১১:৫৩ এএম

"অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমূখী পদক্ষেপ: প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভুমিকা" এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আলাল উদ্দিনের সভাপতিত্বে এ আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-পরিচালক) মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, প্রতিবন্ধী ও সেবা সাহায্য কেন্দ্রের জেলা কর্মকর্তা, সঞ্জীবচক্রবর্তী, জেলা প্রেসক্লাব সম্পাদক এম, মুখলেছুর রহমান খান, এনজিও প্রতিনিধি সহ জেলার বিভিন্ন প্রতিবন্ধী স্কুলের পরিচালকগন।
পরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সাদাচরি কানের ডিভাইজ বিতরণ করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: