জাবিতে কেন্দ্রীয় পাঠাগারে প্রতিবন্ধীদের জন্য আলাদা কক্ষ নির্মাণ

মোঃ আবু দারদা লিমন, জাবি থেকে: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারে বিশেষ সুবিধাসম্পন্ন দুইটি আলাদা কক্ষ উদ্ভোধন করা হয়েছে। আজ শনিবার (৩ ডিসেম্বর) বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারের সামনে ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর আয়োজনে আলোচনা সভা শেষে সকাল ১১ টায় উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম কেক কেটে কক্ষ দুটির উদ্ভোধন করেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে পিডিএফ একটি দৃষ্টান্ত স্থাপন করছে যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আছে কিনা আমার জানা নেই। তারা স্মারকলিপিতে বিভিন্ন দাবি জানিয়েছে। আমাদের ডেভেলপমেন্ট এর কাজ হলে আমরা অনেক জায়গা পাবো। তখন তাদের জন্য অফিসের ব্যবস্থা করতে পারব। নবনির্মিত হলে প্রতিবন্ধীদের প্রবেশের সুবিধার জন্য র্যাম্প তৈরি করা হয়েছে। আমদের পুরাতন বিল্ডিংগুলোতে তাদের প্রবেশের জন্য র্যাম্প নেই। সোশাল সায়েন্স, বিজনেস অনুষদসহ কিছু কিছু ভবনে আছে। তবে তাদের প্রয়োজন হলে সব প্রশাসনিক আবাসিক ভবনে র্যাম্পের ব্যবস্থা করবো। ক্যম্পাসের বাসে তাদের চলাচলের জন্য পাঁচটি সিটের ব্যাবস্থা করা হবে এবং এক্ষেত্রে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি।’
তিনি আরও বলেন, ‘তাদের জন্য আলাদা বৃত্তির ব্যাবস্থা করলে পরীক্ষার ফি, সেশন ফি ইত্যাদি মওকুফ করার প্রয়োজন হবে না। আমি এ বিষয়টি দেখব। তাদের আসন সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত আমি একা নিতে পারবনা, একাডেমিক কাউন্সিল রাজি হলে তাদের ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা বাড়ানো হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ মনজুরুল হক বলেন, ‘প্রতিবন্ধিরা দেশের বড় অংশ। তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। তাদেরক হেলা না করে সঠিকভাবে পূর্নাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব। তারা যেন আমাদের মত স্বভাবিক জীবনযাপন করতে পারে সেটা আমাদের নিশ্চিত করতে হবে।’
পিডিএফ এর উপদেষ্টা অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমান বলেন, ‘আমাদের সমাজে প্রতিবন্ধীরা অবহেলার স্বীকার। আমাদের সংবিধানে ফিজিক্যাল চ্যালেঞ্জড মানুষদের অধিকার বাস্তবায়নের কথা বলা আছে। আমি আশা করবো আমাদের বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো প্রতিবন্ধীসহায়ক হবে। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করছি’
পিডিএফ প্রতিবন্ধীদের কি ধরনের সুবিধা দিয়ে থাকে জানতে চাইলে পিডিএফ জাবি ইউনিটের সভাপতি আব্দুল গাফফার বলেন, ‘আমরা ভিজুয়ালি ইমপেয়ারড শিক্ষার্থীদের জন্য শ্রুতিলেখকের ব্যবস্থা করে যাচ্ছি। তাদের জন্য বই রেকর্ড করে দিই। যেসব ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে আসে তাদের আবাসন সুবিধা, খাওয়া দাওয়াসহ সব ধরনের সহযোগিতা আমরা করে থাকি। ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা অপ্রতুল হলেও আমরা আস্বস্ত হয়েছি ভিসি মহোদয় আমাদের জন্য একটি অ্যাকসেসিবল ক্যাম্পাসের ব্যবস্থা করবেন।’
সরকার ও রাজনীতি বিভাগের চতুর্থ বর্ষের ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থী শফিক সুমন বলেন, ‘আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস। আমাদের জন্য অডিও বই, বেল বই ইত্যাদি ব্যবস্থা করলে অনেক সুবিধা হয়। ভিসি মহোদয়কে ধন্যবাদ জানাই লাইব্রেরিতে আমাদের জন্য আলাদা সেকশন তৈরি করার জন্য।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. এ. এ. মামুন, আনন্দশালার পরিচালক প্রফেসর হানিফ আলীসহ প্রমুখ।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: