সিরাজগঞ্জের এনায়েতপুরে প্রতিবন্ধী দিবস পালিত

প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ০৫:০৪ পিএম

‘অন্তুরভুক্তি মুলক বিশ্ব গড়তে প্রয়োজন, প্রতিবন্ধীদের নেতৃত্ব ও অংশগ্রহন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের এনায়েতপুরে সামাজিক সেবা ও সমবায়ী প্রতিষ্ঠান প্রচেষ্টা সমবায় সমিতির উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে খামারগ্রাম প্রচেষ্টা মডেল স্কুল হতে তাঁতশ্রমিক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে স্কুল চত্তরে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের ভাতার চেক ও হুইল চেয়ার বিতরন করা হয়।

এসময় এই শ্লোগানকে সামনে রেখে প্রচেষ্টা সমবায় সমিতির সভাপতি আব্দুল করিম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন একুশে টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা, সংগনের সাধারন সম্পাদক নুর আলম, শিক্ষক আলমগীর হোসেন আকবার, মেহেদী হাসান সরকার, শুকুর আলী, আলহাজ্ব মোস্তাক আহমেদ, সিরাজুল ইসলাম মীর, মাহবুবুল আলম, প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়। তাদেরকে যথাযথ সম্মানের আসনে বসাতে হবে। মনে রাখতে হবে তারাও আমাদের সন্তান। তাই আত্ব কর্মসংস্থান সৃষ্টি করে দেশের কল্যানে তাদের কাজে লাগাতে হবে।পরে প্রতিষ্ঠানের পক্ষ হতে ২০ জন প্রতিবন্ধীকে মাসিক ভাতার চেক প্রদান করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: