প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

‘খেলা হবে’ স্লোগান জনগণের পছন্দ হয়েছে: কাদের

   
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, ৫ ডিসেম্বর ২০২২

সমালোচনা হলেও ‘খেলা হবে’ স্লোগান দিয়ে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে ১২টার দিকে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, ‘আপনারা প্রস্তুত হন, খেলা হবে। এ ডিসেম্বরে খেলা হবে, আগামী নির্বাচনে খেলা হবে, আন্দোলনে খেলা হবে, অর্থপাচারের বিরুদ্ধে খেলা হবে, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে, টাকা চুরির বিরুদ্ধে খেলা হবে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো জানিয়েছেন, ‘এ স্লোগান কারো কারো পছন্দ নয়, কিন্তু জনগণ এ স্লোগান পছন্দ করেছে, গ্রহণ করেছে। এ স্লোগান আমি বারবার দিয়েই যাব। চট্টগ্রাম, দিনাজপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় গিয়েছি, দেখেছি জনগণ এ স্লোগান দিয়েছে।’

ওবায়দুল কাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ করে বলেছেন, ‘ঐক্যের কোনো বিকল্প নেই, আমাদের অস্তিত্বের জন্য। আমি কারো অন্ধ সমর্থক নই। কাজ করে যারা আমি তাদের পক্ষে বলি। আমি নোয়াখালীর স্বার্থে, রাজনীতির স্বার্থে আমার ভাই আব্দুল কাদের মির্জা ও একরামুল করিম চৌধুরী এমপিকে ক্ষমা করে দিয়েছি। নোয়াখালীতে আমি কোনো কলহ রাখতে চাই না। আমি কলহমুক্ত আওয়ামী লীগ চাই’।

রেজানুল/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: