ময়মনসিংহে অস্ত্রপ্রচারে এক সাথে তিন সন্তান প্রসব গৃহবধুর

প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২২, ১১:৪১ পিএম

ময়মনসিংহে বেসরকারী হাসপাতালে অস্ত্রপ্রচারে তিন সন্তান প্রসব করেছেন সুমা আক্তার (২৬) নামে এক গৃহবধু। সুমা আক্তার টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গোপদ গ্রামের মারুফ মিয়ার স্ত্রী। সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে নগরীর চরপাড়া এলাকার পিপলস্ ডায়াগনস্টিক এন্ড হসপিটালে সহযোগী অধ্যাপক ডা. হামিদা আক্তারের অস্তপ্রচারে তিন নবজাতকের জন্ম হয়। তিন নবজাতকের দুইজন ছেলে ও একজন মেয়ে।

বাবা মারুফ মিয়া বলেন, স্ত্রীর প্রসব ব্যথা হওয়ায় গতকাল রাতে তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসি। সেখান থেকে আমাদের ঢাকায় স্থানান্তর করেন। পরে সহযোগী অধ্যাপক ডা. হামিদা আক্তারের সাথে পরামর্শ করে পিপলস্ ডায়াগনস্টিক এন্ড হসপিটালে ভর্তি করি। পরে আজ দুপুর দুইটার দিকে অস্ত্রপ্রচারে দুই ছেলে ও এক মেয়ের জন্ম হয়। জন্মের পর বাচ্চাদের ওজন কম ও শ্বাসকষ্ট হওয়ায় চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে স্থানান্তর করেন। বাচ্চার মা সুস্থ আছেন বলেও জানান তিনি।

তিন নবজাতকের দাদা আব্দুল মজিদ বিডি২৪লাইভকে বলেন, একসাথে তিন নাতি-নাতনির পৃথিবীতে আসায় আমরা খুব আনন্দিত। তিন নাতি-নাতনি আসার খবরে আমার পরিবারে আনন্দের বন্যা বইছে।

এবিষয়ে পিপলস্ ডায়াগনস্টিক এন্ড হসপিটালের এমডি নবজাতক ও শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন বলেন, জন্মের পর বাচ্চাদের ওজন কম ও কিছুটা শ্বাসকষ্ট হওয়া তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নবজাতকের মা সুস্থ আছে বলেও জানান তিনি

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: