রাবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক চিন্তা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

   
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, ৬ ডিসেম্বর ২০২২

কামরুল হাসান অভি, রাবি থেকে: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক চিন্তা বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে ডিনস্ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ফারহাত তাসনীমের সভাপতিত্বে ‘Political Ideas of Rabindranath Tagore’ শীর্ষক এই সেমিনারে মূল বক্তা ছিলেন দিল্লী বিশ্ববিদ্যালয় সাউথ ক্যাম্পাসের অবসরপ্রাপ্ত অধ্যাপক সুব্রত মুখার্জী। সেমিনারটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মাহমুদুল হক।

অনুষ্ঠানে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার অধ্যাপক সুব্রত মুখার্জীকে বিভাগের পক্ষ থেকে স্মারক প্রদান করেন।

এছাড়াও সেমিনারে বিশেষ অতিথি ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, বঙ্গবন্ধু অধ্যাপক সনৎকুমার সাহা, অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতিসহ বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: