সখীপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকান্ড, পুড়েছে রেফ্রিজারেটর ও ওষুধ

প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২২, ১০:৩১ পিএম

টাঙ্গাইলের সখীপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ওই কার্যালয়ে কর্মরত চিকিৎসক একরামুল হক বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে অফিস সহকারী রফিকুল ইসলাম ওই কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন। তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল করেন তিনি। পরে সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, আগুনে একটি রেফ্রিজারেটর এবং প্রায় ৫০ হাজার টাকার সরকারি ওষুধ পুড়ে গেছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ সামিউল বাছির বলেন, ‘আমার কক্ষের একটি অংশ পুড়ে গেছে। তবে, সময়মতো ফায়ার সার্ভিসের কর্মীরা আসায় বড়
ধরনের ক্ষতি হয়নি।’

ডা. মোহাম্মদ সামিউল বাছির আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: