ম্যাচ শেষে রেফারিকে ধুয়ে দিলেন মেসি

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ০৯:৫৮ এএম

বিশ্বকাপের শুরুটা হোচঁট দিয়ে হলেও কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে পৌছে গেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। প্রথম ৯০ মিনিট ও পরের অতিরিক্ত ৩০ মিনিটের খেলা শেষে ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠে ছাড়ে লিননেল স্কলানির শীর্ষরা।

তবে এই ম্যাচের ফলাফল ছাপিয়ে বেশি আলোচনায় ছিল রেফারির বিতর্কিত কিছু সিদ্ধান্ত। এই ম্যাচে রেফারি অ্যান্টোনিও মাতেউ লাহোজ হলুদ কার্ডই দেখিয়েছেন ১৬ বার! মোট ৪৮বার তিনি ফাউলের বাঁশি বাজিয়েছেন। ম্যাচ জেতার পরও রেফারির প্রতি নিজের অসন্তোষ লুকাননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। রেফারির প্রতি নিজের ক্ষোভই প্রকাশ করেছেন তিনি।

মেসি বলেছেন, ‘আমার মনে হয় ফিফার এই রেফারিকে এই ধরনের ম্যাচে দায়িত্ব দেওয়া উচিত না। কারণ সে এটার যোগ্যই না।’ ম্যাচ জেতার প্রতিক্রিয়ায় আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘অনেক আনন্দ, অনেক খুশি লাগছে। ম্যাচটা অতিরিক্ত সময় কিংবা পেনাল্টিতে যাওয়ারই কথা ছিল না। আমাদের ভুগতে হতো এরপর। কিন্তু আমরা বেরিয়ে এসেছি, যেটা দারুণ।’

পেনাল্টি শ্যুট আউটে ২ পেনাল্টি ঠেকিয়ে আর্জেন্টিনার নায়ক বনে যাওয়া এমিলিয়ানো মার্টিনেজও শূলে চড়িয়েছেন রেফারিকে। বলেছেন, ‘তিনি বিশ্বকাপের সবচেয়ে বাজে রেফারি। তিনি খুবই জেদি। তাকে কিছু বললে তিনি খুবই বাজেভাবে এর উত্তর দেন।’

আজ কেন তিনি এমন করেছেন, এরও একটা কারণ খুঁজে বের করেছেন এমিলিয়ানো। বলেছেন, ‘আমার মনে হয় স্পেন বিদায় নিয়েছে ইতোমধ্যেই। তিনি তাই আমাদের বিদায়টাও খুব করে চেয়েছিলেন।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: