রাস্তা বন্ধ করে সমাবেশ মানবাধিকারের অংশ নয়: আইনমন্ত্রী

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ০৩:৫০ পিএম

রাজনৈতিক দলকে সমাবেশ করতে নয় বরং অস্থিতিশীল পরিবেশ তৈরি ও সহিংসতা বন্ধ করতে বাধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ শনিবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘মানবাধিকার দিবস-২০২২’ উদযাপন উপলক্ষে এই সভার আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন।

সভা শেষে এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, রাস্তা-ঘাট বন্ধ করে সভা-সমাবেশ করা মানবাধিকার নয়। তবে রাস্তা বন্ধ করে বিএনপি সমাবেশ করতে চেয়েছিল বলেই কি দলটির নেতাদের গ্রেপ্তার, যানবাহন বন্ধসহ বর্তমান পরিস্থিতির তৈরি করা হয়েছে?—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘সমাবেশ করতে আমরা কিন্তু বাধা দিচ্ছি না। সমাবেশ ওনারা এখনো করছেন। সেটা বাধা দেওয়ার কথা নয়। কথা হচ্ছে, অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, সহিংসতা করা—এসবকে বন্ধ করার জন্য। আপনারা দেখেছেন, বিএনপির অফিসে কী জিনিস ছিল। বোমা একটি রাজনৈতিক দলের অফিসে থাকাটা কতটা ন্যায়সঙ্গত, সেটা আপনারা বিচার করবেন।’

এছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্র উদ্বেগ জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর যে অধিকার, তার বাস্তবায়ন হচ্ছে না—এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয়, যুক্তরাষ্ট্রের আরও একটু পরীক্ষা-নিরীক্ষা করে দেখা উচিত যে আমাদের এখানে তারা যা বলছেন, তা সত্যি সত্যি ঘটেছে কি না। আমার মনে হয়, তারা যা বলছে, তা খুব একটা সত্য নয়।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: