প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত

প্রথমবার রাজকে ‘আব্বু’ ডাকলো রাজ্য

   
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, ১৩ ডিসেম্বর ২০২২

মাত্র চার মাস আগে বাবা-মা হয়েছেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি রাজ-পরী। তাদের ছেলে রাজ্যকে নিয়ে বেশ চলছে তাদের সুখের সংসার।আজ প্রথমবার ছেলে রাজ্য ‘আব্বু’ ডেকেছে।  রাজ্যের মুখে এই ডাক শুনে বেশ উচ্ছ্বসিত বাব রাজ। আর বাবা-ছেলের সেই সুন্দর মুহূর্তটি ক্যামেরাবন্দি করে ভক্তদের দেখার সুযোগ করে দিয়েছেন মা পরী।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, আজ রাজ্য প্রথমবার আব্বু ডাকলো!পরী আরও লেখেন, তাদের (রাজ-রাজ্য) এই গল্প সেই সাত সকালের! আমি শুধু একজন বাবার ব্যাকুলতা দেখছিলাম মুগ্ধ হয়ে চেয়ে চেয়ে। ছেলের মুখে একটুখানি এই আধো আধো ‘আব্বু’ ডাক শুনতে রাজের এই ছেলেমানুষী আমি খুব যত্ন করে তুলে রাখলাম। সুন্দর স্মৃতিরা সব আদরে বেঁচে থাকুক। রাজ আমি তোমাকে অনেক ভালোবাসি।

ভিডিওতে দেখা যাচ্ছে, রাজ্যের সঙ্গে শুয়ে আছেন রাজ। ছেলের মুখে ‘আব্বু’ ডাক শুনতে বারবার তাকে অনুরোধ করছেন তিনি। তার কণ্ঠে ব্যাকুলতা। অতঃপর ‘আব্বু’ ডাক শুনে খুশিতে আত্মহারা হয়ে পড়েন রাজ। এদিকে ক্যামেরার আড়াল থেকে ছেলের মুখে ‘মা’ ডাক শুনতে চান পরীমণি। রাজ-পরী-রাজ্যের ভালোবাসাময় সেই ভিডিওটি ইতিমধ্যে ভক্তদের  নজর কেড়েছে। মাত্র ৪৫ মিনিটে ১৫  হাজারের বেশি মানুষ ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছেন। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ৬৩ বারের বেশি শেয়ার করা হয়েছে ।

রেজানুল/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: