প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মানিকছড়িতে পৃথক অভিযানে দেশীয় মদসহ আটক ৩

   
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, ১৩ ডিসেম্বর ২০২২

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) থেকে: খাগড়াছড়ির মানিকছড়িতে পুলিশ ও সেনাবাহিনীর পৃথক দুটি যৌথ অভিযানে ৭০ লিটার দেশীয় তৈরি মদসহ ৩ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মানিকছড়ি উপজেলার পূর্ব মহামুনি পাড়া এলাকায় সেনাবাহিনী ও মানিকছড়ি থানা পুলিশের এসআই মো. আশিকুল ইসলাম, মো. আওলাদ হোসেন, এএসআই মো. দেলোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্সদের সমন্বয়ে বিশেষ অভিযান চালিয়ে ঐ এলাকার নিনু মারমা (৪৭) নামের একজনকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তাকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। একই এলাকায় আরো একটি অভিযান চালিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে দেশীয় তৈরি চোলাই মদ নিজ হেফাজতে রাখায় মাচিং মারমা (৩৪) ও আপ্রুবাই মারমা (৩৭) নামের আরো দুজন মহিলাকে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক করা হয়।

মানিকছড়ি থানার এসআই মো. আশিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিক্রয়ের উদ্দেশ্যে দেশীয় তৈরি চোলাই মদ নিজ হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অপরাধে মামলা রুজু করে দুপুরে আটককৃত ৩জনকেই জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ সময় মাদকের বিরুদ্ধের পুলিশের নিয়মিত অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: