প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

সাজ্জাদুল আলম শাওন

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধকোটি টাকার ক্ষতি

   
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, ১৩ ডিসেম্বর ২০২২

জামালপুর পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা। সোমবার গভীর রাতে পৌর শহরের শহীদ হারুন সড়কে রহমান ইলেক্ট্রনিকস ও রেফ্রিজারেটর শোরুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে বন্ধ থাকা শোরুমের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। এ সময় তারা জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন শোরুম মালিক ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

শোরুম মালিক খন্দকার শামসুর রহমান বলেন, শোরুমে থাকা এলইডি টিভি, রেফ্রিজারেটর ও অন্যান্য পণ্য পুড়ে ছাই হয়েছে। তিনি দাবি করে, প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, আমাদের কর্মীরা খুবই অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: