টার্মিনালের বাইরে ঢাকায় বাস কাউন্টার না রাখার সিদ্ধান্ত

ছবি - সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, ২০২৩ সালের ১ এপ্রিল থেকে টার্মিনাল ছাড়া ঢাকা শহরে আর কোথাও আন্তঃজেলা বাস কাউন্টার রাখা হবে না। টার্মিনাল থেকে কাটতে হবে টিকিট, আর সেখান থেকেই উঠতে হবে বাসে। এমনকি রাস্তায়ও রাখা যাবে না কোনো গণপরিবহন।
সড়কে শৃঙ্খলা ও যানজট নিরসনে এ উদ্যোগ নেয়া হয়েছে। নতুন এ নিয়ম তদারকিতে মাঠে থাকবে দুই সিটি কর্পোরেশন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৫তম সভা শেষে তিনি এ তথ্য জানান শেখ ফজলে নূর তাপস। এসময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
আতিকুল ইসলাম বলেন, আগামী বছরের পহেলা এপ্রিল থেকে দুই সিটির বাসস্ট্যান্ডের ভেতরে সব বাস থাকতে হবে। অর্থাৎ রাস্তায় কোনো বাস রাখা যাবে না। বাসগুলো থাকবে টার্মিনালের ভেতরে। মেয়র জানান, আরও দুটি নতুন রুটে চালু হবে নগর পরিবহন। যুক্ত হবে আরও ১০০ টি বাস। ঢাকাবাসীর জন্য আগামী এপ্রিলে র্যাপিড পাস চালুর পরিকল্পনার কথা জানান তিনি।
মেয়র ফজলে নূর তাপস বলেন, এই প্রথম যাত্রা পথ নম্বর ২৪ ঘাটারচর থেকে মিরপুর ১০, কালশী, বিমানবন্দর হয়ে আবদুল্লাপুর এবং যাত্রা পথ নম্বর ২৫ ঘাটারচর থেকে খামারবাড়ি হয়ে জাহাঙ্গীর গেট, মহাখালী, বিমানবন্দর হয়ে আব্দুল্লাপুর পর্যন্ত একদম নতুন বাস দিয়ে আমরা এই যাত্রাপথ গুলো চালুর সিদ্ধান্ত নিয়েছি।
২০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ২১, ২২ ও ২৬ নম্বর রুটে লেগুনাসহ অবৈধ যানবাহন বন্ধ করে এইসব রুটে শুধু নগর পরিবহন চলাচল করবে।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: