গাজীপুরে জ্যামে দাঁড়য়িে পরা গাড়ীতে অস্ত্র ঠকেয়িে ছনিতাই, গ্রফেতার ৩

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ০৯:১৪ এএম

রাসলে শখে, গাজীপুর থকে: গাজীপুর মহানগররে তারগাছ এলাকায় যানজটে আটকে থাকা প্রাইভটেকারে ছনিতাইয়রে ঘটনায় তনি জনকে গ্রফেতার করছেে পুলশি। মঙ্গলবার (১৩ ডসিম্বের) দুপুরে তাদরে গ্রফেতার করা হয়। গাজীপুর মট্রেোপলটিন পুলশিরে উপ-কমশিনার মাহাবুব-উজ-জামান বষিয়টি নশ্চিতি করছেনে।

এর আগে সোমবার দবিাগত রাত আড়াইটার দকিে ঢাকা-ময়মনসংিহ মহাসড়করে গাছা থানার কুনয়িা তারগাছ এলাকার পোশাক কারখানার সামনে এ ছনিতাইয়রে ঘটনা ঘট।ে এ সময় যানজটে আটকে থাকা প্রাইভটেকাররে দরজা ভঙেে এবং মুগরি পকিআপরে দরজা খুলে অস্ত্ররে ভয় দখেয়িে ১৫ হাজার টাকা ও মোবাইল ছনিয়িে নয়ে ছনিতাইকারীরা। তখন সড়কে চলাচলকারীদরে মাঝে আতঙ্করে সৃষ্টি হয়। ছনিতাইয়রে ভডিওি সামাজকি যোগাযোগমাধ্যমে ছড়য়িে পড়লে অভযিান চালয়িে তনি ছনিতাইকারীকে গ্রফেতার করে পুলশি।

গ্রফেতারকৃতরা হলো- টঙ্গী র্পূব থানার এরশাদনগর এলাকার আব্দুল মান্নানরে ছলেে শাহরয়িার সাব্বরি শ্রাবণ ওরফে মাহমি (২০), টঙ্গী পশ্চমি থানার মৃত আব্দুল মান্নানরে ছলেে বাবু হোসনে (২৫) এবং চরোগআলী বাগানবাড়ি এলাকার হাছান ভান্ডাররি ছলেে আলী আকবর (২০)। তাদরে কাছ থকেে ছয় হাজার টাকা উদ্ধার করা হয়ছে।ে

গাছা থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওস)ি ইব্রাহীম হোসনে বলনে,বআিরটএি প্রকল্পরে কাজ চলমান থাকায় সোমবার দবিাগত রাত আড়াইটার দকিে ঢাকা-ময়মনসংিহ মহাসড়করে গাছা থানার কুনয়িা এলাকায় যানজট সৃষ্টি হয়। এ সময় অস্ত্ররে ভয় দখেয়িে যানজটে দাঁড়য়িে থাকা ফারুক হোসনেরে মুরগরি গাড়ি এবং মাসুদ করমিরে প্রাইভটেকাররে দরজা ভঙেে ছনিতাই করে তনি ছনিতাইকারী। ওই সময় জাতীয় জরুরি সবোর ৯৯৯ নম্বর থকেে পয়েে ঘটনাস্থলে যায় পুলশি। কন্তিু কাউকে আটক করা সম্ভব হয়ন।ি পরে ঘটনার ভডিওি সামাজকি যোগাযোগমাধ্যমে ছড়য়িে পড়।ে

ভডিওি দখেে শাহরয়িার সাব্বরি শ্রাবণকে গ্রফেতার করে পুলশি। তার স্বীকারোক্তরি ভত্তিতিে টঙ্গী র্পূব থানার বাঁশপট্টি এলাকা থকেে বাবু হোসনে এবং আলী আকবরকে গ্রফেতার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার বকিালে ব্যবসায়ী ফারুক হোসনে বাদী হয়ে তাদরে আসামি করে গাছা থানায় মামলা করনে। ওই মামলায় গ্রফেতার দখেয়িে তাদরে কারাগারে পাঠানো হয়।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: