৫ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ১১:৪৬ এএম

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ৫ ঘন্টা ফেরি বন্ধ থাকার পর সকাল ৯ টায় চলাচল স্বাভাবিক হয়েছে। ভোর চারটার দিকে অতিমাত্রার ঘন কুয়াশায় মাঝ নদীতে আটকে যায় একটি ফেরি। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ভোর ৪টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসির) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ।

তিনি জানান, ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলোর অস্পষ্টতার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় দৌলতদিয়া থেকে ছেড়ে আসা ১টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। কুয়াশার ঘনত্ব কমে এলে সকাল ৯টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে শতাধিক যানবাহন ফেরিপারের অপেক্ষায় থাকে। তবে এখন দুপারেই যানবাহনের কোন চাপ নেই। ছোট বড় মিলিয়ে মোট ১১ টি ফেরি বহরে যুক্ত রাখা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: