প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত

৭ রানে ৩ উইকেট হারালো ভারত

   
প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, ১৪ ডিসেম্বর ২০২২

চট্টগ্রামে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। এদিন টসে জিতেই শুরুটা দারুণ করে ভারতের দুই ওপেনার শুবমান গিল ও লুকেশ রাহুল। বিনা উইকেটে স্কোরকার্ডে ৪১ রান তুলে নেয় এই জুটি। কিন্তু এরপরই বল হাতে আঘাত হানেন তাইজুল ও খালেদ।

দলীয় ৪১ রানে প্রথম উইকেট পতনের পর ৪৮ রানেই তিন উইকেট হারিয়েছে ভারত। ফলে মাত্র ৭ রানেই ভারতের তিনজন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরায় টাইগাররা।

ইনিংসের ১৪তম ওভারে বাংলাদেশকে প্রথম সফলতা এনে দেন তাইজুল। ৪০ বলে ২০ রানে ব্যাট করছিলেন শুভমান গিল। তাইজুলের করা ফুলার লেন্থে করা বলটা প্যাডলড সুইপ করেন তিনি। তবে ব্যাটে বলে হয়নি, প্রথম স্লিপ থেকে ইয়াসির আলী দৌড়ে গিয়ে লেগ স্লিপ থেকে ক্যাচটা নিয়েছেন, তাতে দলীয় ৪১ রানে দলটি খোয়ায় তাদের প্রথম উইকেট।

এরপর দলীয় ৪৫ রানের মাথায় রাহুলের শিকার করেন এবাদত। তার পেসে ব্যাটে লেগে বল আঘাত হানে স্ট্যাম্পে। ফলে ২২ রান করেই মাঠ ছাড়তে হয় রাহুলকে। এরপর দলের জন্য সবচেয়ে বড় সাফল্য এনে দেন তাইজুল। বিরাট কোহলিকে ১ রানেই লেগ বিফরের ফাঁদে ফেলেন তিনি। ফলে দলীয় ৪৮ রান তুলতেই ৩ উ্ইকেট হারায় ভারত।

না.হাসান/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: