প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মোঃ শাকিল শেখ

সাভার করেসপন্ডেন্ট

আশুলিয়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবীতে মানববন্ধন

   
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, ১৪ ডিসেম্বর ২০২২

সাভারের আশুলিয়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবী জানিয়ে মানব বন্ধন করেছে শতাধিক নারী ও পুরুষ। এসময় তারা ভেজালমুক্ত খাদ্যের দাবী জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টাই নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে এ মামববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে এসময় বক্তারা বলেন, খাদ্য মানুষের মৌলিক অধিকার। আর এই খাদ্যের মধ্যে ভেজাল করা হচ্ছে। শিশুসহ গর্ভবতী নারীরা ভেজাল খাদ্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। খাবারে ক্ষতিকর কেমিক্যাল মেশানোর কারণে নিরব ঘাতক হিসেবে অবস্থান করছে।

প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বক্তারা বলেন, ভেজাল খাদ্যের কারণে শিশুসহ সকল শ্রেণি পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই অবিলম্বে খাদ্যে ভেজালমুক্ত করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

মানববন্ধনে এসময় কারিতাস উদ্যম প্রকল্পের গণকবাড়ি শাখার ইউনিট অফিসার দিলদার হোসেন, এডুকেটর সুমন জন রোজারিও, আগাস্টিন মিন্টু, আইন ও মানবাধিকারকর্মী মীরজাহান খান শাহীন, ভার্কের প্রতিনিধি মানব মন্ডল সহ বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় শতাধিক নারী পুরুষ মানব বন্ধনে অংশগ্রহণ করেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: