ইবিতে বিনম্র শ্রদ্ধায় শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ

আবু হুরাইরা, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলী নিবেদন, দিবাগত রাতে মোমবাতি প্রজ্বলন ও দোয়া-মোনাজাত সহ নানান কর্মসূচি দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) প্রথম প্রহরে (রাত ১২টা ১মিনিটে) শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল ও শহীদ স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন করা হয়। এসময় প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, ইবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পুসহ শতাধিক শিক্ষার্থী।
শহিদ বুদ্ধিজীবী দিবস স্মরণে সকাল ১০টায় প্রশাসন ভবন ও আবাসিক হলগুলোর সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করা ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে প্রশাসন ভবনের সামনে থেকে শহীদ স্মৃতিসৌধ পাদদেশ পর্যন্ত সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও সংগঠনসমূহ শোকর্যালি সম্পন্ন করে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান (দায়িত্বপ্রাপ্ত উপাচার্য) প্রথমে উন্মুক্ত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরবর্তীতে একে একে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, কর্মকর্তা সমিতি, শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, প্রেসক্লাব, সাংবাদিক সমিতি সহ সংগঠনসমূহ, আবাসিক হল ও বিভাগসমূহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ১মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও শহিদ বুদ্ধিজীবী ও মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত সম্পন্ন করা হয়।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: