হাতীবান্ধা সীমান্তে ২০ বোতল ফেনসিডিল সহ ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী সীমান্তে অনুপ্রবেশের দায়ে শামিম আখতার (৪০) নামে এক ভারতীয় নাগরিককে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক ভারতীয় ওই নাগরিক হাতীবান্ধা উপজেলায় গোতামারী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্ত থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করেন বিজিবির দইখাওয়া ক্যাম্পের সদস্যরা। আটক শামিম আখতার ভারতের কোচবিহার জেলার শীতলকুচির থানার গোলে নোয়াহাটি গ্রামের আব্দুল জিলালের ছেলে।
জানা গেছে, লালমনিরহাট ব্যাটালিয়ান (১৫ বিজিবি) দইখাওয়া বিওপি ক্যাম্পের টহল দল কর্তৃক অবৈধ অনুপ্রবেশের দায়ে সীমান্তের মেইন পিলার ৯০৪ হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকায় থেকে ভারতীয় নাগরিক শামিম আখতারকে ২০ বোতল ফেনসিডিল সহ আটক করে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ডিউটি অফিসার এসআই মাহমুদ বলেন,বিজিবি এখনও কোনো আসামি থানায় নিয়ে আসেন নি।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দইখাওয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই ভারতীয় নাগরিককে হাতীবান্ধা থানায় সোপদ্দ করবেন।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: