পাংশায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ০২:৫৪ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস-২২পালিত হয়েছে। এ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলার হাবাসপুর বাজারস্থ শহীদ আরশেধ আলীর করব জিয়ারত, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, পাংশা মডেল থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, হাবাসপুর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তি পর্যায়ে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে এম শফিকুল মোরশেধ আরুজ, পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা সহকারী কমিশনার ভ’মি মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমান, পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনে আরা খাতুন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ চাদ আলী খান, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান, সাবেক জেলা পরিষদ সদস্য শেখ শাহজাহান প্রমুখ। এসময় হাবাসপুর ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধাগনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: