প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

গাজীপুরে কৃষি জমির মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

   
প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, ১৫ ডিসেম্বর ২০২২

রাসেল শেখ, গাজীপুর থেকে: ফসলি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করায় জমির মালিক সবুর আলীকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার পিরুজালী ইউনিয়নের বর্তাপাড়া গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সবুর আলী গাজীপুর জেলার জয়দেবপুর থানার পিরুজালী বর্তাপাড়া গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে।

সৈয়দ মোরাদ আলী জানান, কৃষি জমি থেকে অবৈধভাবে ভেকুর মাধ্যমে মাটি কেটে বিক্রি করা হয়েছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ভ্রাম্যমাণ আদালত। এসময় জমির মালিক সবুর আলীকে “বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ৪ এর খ ধারা লঙ্ঘন করায় ১৫ এর ১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, কৃষিজমির মাটি কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: