প্রচ্ছদ / ক্যাম্পাস / বিস্তারিত

কানাডিয়ান ইউনিভার্সিটিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা

   
প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, ১৫ ডিসেম্বর ২০২২

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন পশ্চিম পাকিস্তানের হানাদার বাহীনি পরাজয় নিশ্চিত জেনে বাঙ্গালি জাতীর মেরুদন্ড ভেঙ্গে দিতে নির্বিকারে হত্যা করে দেশের শত শত বুদ্ধিজীবিকে। বাঙ্গালি জাতীকে দমিয়ে রাখার এই প্রচেষ্টায় তারা সফল হতে না পারলেও বাঙ্গালি হারায় শত শত মেধাবী কর্ণধার। যে ক্ষতি কখনো পূরণের নয়।

তাই শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের কতৃপক্ষের উদ্যোগে বুধবার, ১৪ই ডিসেম্বর ক্যাম্পাসের মিলনায়তনে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোঃ আবু তাহের। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ডঃ এইচ এম জহিরুল হক। তাছাড়া অনুষ্ঠানে আরো ও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও স্কুল অব আর্টসের ডিন এ এস এম সিরাজুল হক, প্রধান সমন্বয়ক মোহাম্মদ আফিজুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এস এম জি ফারুক এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: