প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মো. নূর আলম

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

গোপালপুরে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ ও এডভোকেসি সভা

   
প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, ১৫ ডিসেম্বর ২০২২

“সময়মত নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে” টাঙ্গাইলেরের গোপালপুরে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ এবং প্রচার ও এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। ১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ। উক্ত সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন মাঠ পর্যায়ে পরিবারে কল্যাণে কাজ করবে ও সেবা প্রদান করবে। উক্ত অনুষ্ঠানে পরিবার পরিকল্পনার সদ্য নিয়োগপ্রাপ্ত ১৫ জন মাঠ কর্মীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ও এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার আলিম আল রাজী এর সভাপতিত্বে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ মল্লিক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. রূপা জান্নাত রিয়া, পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডা. সোনিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা, উপজেলা সমাজসেবা অফিসার মো. এখলাসউদ্দিন, আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: