শেখ হাসিনা ক্ষমতায় বলেই গ্রামে এখন শহরের সুবিধা: এমপি জগলুল হায়দার

জি এম মাছুম বিল্লাহ, শ্যামনগর (সাতাক্ষীরা) থেকে: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ৫ তলা বিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠানে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এস এম রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস. এম জগলুল হায়দার।
এসময় তিনি মাধ্যমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৫ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে ঠিকাদার প্রতিষ্ঠান মার্ক কনষ্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ার্স নির্মিত বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাসিব শেখ। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, সাতক্ষীরা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান খান, মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ মোড়ল, এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক বৃন্দ, ইউপি সদস্যগন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে সংসদ সদস্য এস এম জগলুল হায়দার বলেন- “শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার। শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আছে বলে বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা বিনা মূল্যে পাঠ্যপুস্তক পায়। আগে কোন সরকার এটা করতে পারেনি। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় রাখার আহবান জানান তিনি।” সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: