প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত

মেসির মতো বিশ্বসেরার বিপক্ষে ফাইনাল খেলা খুব কঠিন: গ্রিজমান

   
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, ১৫ ডিসেম্বর ২০২২

মরক্কোকে বিদায় জানিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে ফ্রান্স। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ফ্রান্স। তবে মেসির দলের বিপক্ষে ফাইনাল খেলা খুব কঠিন মবে মন্তব্য করেছেন ফ্রান্সের তারকা খেলোয়াড় গ্রিজমান।

কাতার বিশ্বকাপটা শুধু মেসিময়। আর্জেন্টাইন জাদুকর তার বা পায়ের ঝলকে প্রতিপক্ষের রক্ষণভাগকে তাসের ঘড়ের মতো উড়িয়ে দিচ্ছে। মেসি করে যাচ্ছেন একের পর এক বিশ্বরেকর্ড। বিশ্বকাপে আর্জেন্টাইন জার্সিতে সর্বোচ্চ গোলদাতা ও সর্বোচ্চ এসিস্টের মালিক এখন এই জাদুকর। গোল্ডেন বলের লড়াইয়ে সবার উপরে রয়েছেন তিনি। মেসির অতিমানবীয় পারফরমেন্সের জন্যই বিশ্বসেরা বলে আখ্যায়িত করেছেন বার্সেলোনার সাবেক সতীর্থ্য খেলয়াড় গ্রিজমান।

গ্রিজমান বলেন, ২০১৮ সালে আর্জেন্টিনা যে প্রতিপক্ষ ছিল, এখন তারা আরও শক্তিশালী হয়েছে উঠেছে। চলতি বিশ্বকাপে মেসির দল যত গুলো ম্যাচ খেলেছে সব গুলোই দেখেছি। তাছাড়াও মেসির মতো বিশ্বসেরার বিপক্ষে খেলতে নামাটা অনেক কঠিন।

গ্রিজমান আরও বলেন, তারা শীর্ষ ফর্মে রয়েছে, কেবল মেসি নয় তার সতীর্থ্যরাও অনেক শক্তিশালী। ফাইনালে তাদের বিপক্ষে একটি কঠিন খেলা হতে চলেছে এবং তারা ফাইনাল ম্যাচে সমর্থন বেশি পাবে। তাদের দর্শকরাও আমাদের আরেক প্রতিপক্ষ। আমরা আগামীকাল থেকেই অনুশীলনে ফিরবো এবং আর্জেন্টিনাকে হারাতে আমরা নিজেদের প্রস্তুত করতে সক্ষম হবো।

আগামী রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে নিজেদের শিরোপা ধরে রাখার ম্যাচে মাইটি আর্জেন্টিনার মুখোমুখি হবে লাঁ ব্লুজরা।

তুহিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: