প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

সোহাগ মাতুব্বর

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় ৮০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

   
প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, ১৬ ডিসেম্বর ২০২২

ফরিদপুরের ভাঙ্গায় ৮০০ পিস ইয়াবাসহ হাসান মীর (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার রাতে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক হাসান মীর উপজেলার মানিকদাহ ইউনিয়নের মীরাকান্দা গ্রামের আজাহার মীরের ছেলে। বৃহস্পতিবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এই বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামীম হোসেন বলেন, আটক ঐ যুবক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি ঢাকা ও কক্সবাজার থেকে ইয়াবা এনে এলাকার খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন।

তিনি আরো বলেন, গোপন সংবাদে জানতে পেরে তাকে ইয়াবাসহ আটক করা হয়। পরে অধিদপ্তরের উপপরিদর্শক সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: