গায়ের ওপর বমি করেন একজন, ‘পকেট ফাঁকা’ করে পালান অন্যরা

প্রথমেই একজন নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করেন তারা। এরপর দলের একজন তার গায়ের ওপর বমি করে দেন। পরে এগুলো পরিষ্কার করতে অন্যরা এগিয়ে আসেন। এ সুযোগে ওই ব্যক্তির কাছ থেকে টাকাসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেন এ চক্রের অন্য সদস্যরা। সম্প্রতি চট্টগ্রামে একটি মামলা তদন্ত করতে গিয়ে এমনি একটি চক্রের সন্ধান পায় পুলিশ। গত বুধবার (১৪ ডিসেম্বর) নগরের কাজীর দেউড়ি এলাকা থেকে চক্রটির ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ছিনতাই চক্রের সদস্যরা হলেন, রনি মিয়া, মো. রানা, মো. সুমন ও নাঈম আলম। এর আগে গত ২১ নভেম্বর নগরের কাজীর দেউড়ি এলাকায় এ বি এম সাইফুদ্দিন খালেদ নামের এক ব্যক্তির সামনে বমি করেন চক্রের সদস্যরা। পরে কৌশলে তার প্যান্টের পকেটে থাকা এক লাখ টাকা চুরি করে দেন চম্পট। এ ঘটনায় তিনি বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক মোশাররফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়। পরে চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরি করা আট হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসাইন আরও বলেন, চক্রের আরও কয়েকজন সদস্যকে শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: