প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

অনিল চন্দ্র রায়

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সীমান্তে বিজয় দিবসে উপলক্ষে শীতার্ত ও দরিদ্র জনসাধারনের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ

   
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, ১৬ ডিসেম্বর ২০২২

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ণের উদ্যোগে কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে মহান বিজয় দিবস উপলক্ষে শীতার্ত ও দরিদ্র জনসাধারনের মাঝে ৪০০ কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ১১ টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তঘেষা শিমুলবাড়ী বিজিবি ক্যাম্প সংলগ্ন একটি ঈদ গাঁ মাঠে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাইনুল আহসান সীমান্ত এলাকার অতি দরিদ্র জনসাধারনের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় শিমুলবাড়ী ক্যাম্পের নায়েক সুবেদার বেলাল হোসেন, হাবিলদার আব্দুল জব্বার, মেডিকেল সহকারী ফরহাদ হোসেন ও সৈনিক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

লালমনিরহাট ১৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল আলম জানান, শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি’র উদ্যোগে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধীনে কুড়িগ্রামের ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী সীমান্ত এলাকার ২০০ ও লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটসহ বিভিন্ন সীমান্ত এলাকায় ২০০ শীতার্ত দরিদ্র জনসাধারণের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: