প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

কোটি টাকা ও স্বর্ণের পুতুলের লোভ দেখান ‘জিনের বাদশা’

   
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, ১৬ ডিসেম্বর ২০২২

অল্পদিনেই মাঝেই শতকোটি টাকা ও স্বর্ণের পুতুল পাইয়ে দেওয়ার কথা বলে কৌশলে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। এছাড়াও জিনের বাদশা সেজে  এ ধরনের অসংখ্য প্রতারণা করে হয়েছেন কোটি টাকার মালিক। প্রতিবন্ধী হওয়ায় ছিলে সবার সন্দেহের বাহিরে। অবশেষে এক ভুক্তভোগীর মামলায় কথিত জিনের বাদশা বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ । সম্প্রতি ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়।

অনেক দিন থেকেই তিনি সাধারণ মানুষের সাথে প্রতারণা করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের কবীর ভোলসোমা গ্রামের সুন্দর আলীর ছেলে বাবুল মিয়া (৪৫)। গত প্রায় ১০ বছর আগে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দুই পা ও ডান হাতে পচন ধরে। পরে তাকে বাঁচাতে চিকিৎসক দুই পা ও হাতের কবজি কেটে ফেলেন। এ অবস্থায় জীবিকা নির্বাহ করতে প্রথমে বাড়ির পাশে একটি পান দোকান দিলেও বেশি আয়ের আশায় কবিরাজি শুরু করেন।  তবে এতে আশানুরূপ কোনো ফল পান না তিনি। তাই অবশেষে প্রতারণার ফাদ পেতে  ঘরের মধ্যেই জিনের বাদশা সেজে আস্তানা গড়ে তোলেন। জিন নামিয়ে মানুষকে অল্প দিনেই ধনী বানানোর প্রচারণা শুরু করেন।

পরবর্তীতে খুব সহজেই সাধারণ মানুষ তার এই ফাঁদে পড়ে যায়। বাবুলের নাম হয় ল্যাংড়া জিনের বাদশা। পাশাপাশি স্বর্ণের পুতুল ও মোটা অঙ্কের টাকা পাইয়ে দিতে তার নিজস্ব লোক দিয়ে ব্যাপক প্রচারণা চালাতে থাকেন। সম্প্রতি ধোবাউড়া উপজেলার কিতাব আলীর ছেলে শওকত আলী তার ফাঁদে পড়ে যান। একপর্যায়ে তাকে দ্রুত এক শ ২০ কোটি টাকা ও স্বর্ণের বেশ কয়েকটি পুতুল পাইয়ে দেওয়ার কথা বলে দুই দফায় ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। সপ্তাহ গড়িয়ে মাস গেলেও টাকা বা স্বর্ণ না পাওয়ায় জিনের বাদশা ল্যাংড়া বাবুলের বাড়িতে এসে অবস্থান নেন শওকত। প্রথমে গ্রামের লোকজনকে জানিয়ে কোনো প্রতিকার না পেয়ে গত বুধবার ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ বাবুলকে গ্রেপ্তার করে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃতকে আদালত সোপর্দ করলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেছেন। ২০২০ সালেও প্রতারণার মামলায় ল্যাংড়া বাবুল গ্রেফতার হয়েছিল।

রেজানুল/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: