প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

শিপন সিকদার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিজয় দিবসে ব্যতিক্রমী উদ্যোগ, ১২ হাজার পরিবার পেল মাছ

   
প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, ১৬ ডিসেম্বর ২০২২

নারায়ণগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে ১২ হাজার পরিবারের মাঝে ৭০ হাজার মাছ বিতরণ করেছেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আবদুল করিম বাবু। শুক্রবার দুপুরে শহরের পাইকপাড়া এলাকায় অসহায়দের মাঝে এই মাছ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেনবনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র আব্দুল করিম বাবু ও এসবি ক্যাবল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক এম আরকে রিয়েন সহ অন্যান্যরা।

আব্দুল করিম বাবু জানান, এই মাস হচ্ছে বিজয়ের মাস। তার নিজ এলাকাসহ পাশ্ববর্তী এলাকার লোকজনকে তার ব্যক্তিগত তহবিল থেকে এই মাছ বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান, বাংলা আমার দেশ, বাংলা আমার মাতৃভাষা। বাংলাদেশ এই দিনে বিজয় লাভ করেছে। এই বিজয়ের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতেই আমি প্রতিবছর এই উপহার প্রদান করি।

এর আগে করোনা দূর্যোগ মোকাবেলায় ও প্রতি ঈদে কাউন্সিলর বাবু তার ওয়ার্ডের প্রতিটি পরিবারকে খাদ্য এবং অর্থ সহায়তা প্রদান করেছেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: