প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মোঃ শাকিল শেখ

সাভার করেসপন্ডেন্ট

ধামরাইয়ে শ্রমিকবাহী বাস খাদে পড়ে ৩ নারী নিহত

   
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, ১৭ ডিসেম্বর ২০২২

ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় শ্রমিকবাহী বাস খাদে পড়ে উল্টে গিয়ে তিন জন নারী নিহত হয়েছে। এঘটনায় আরও দুইজনের আশঙ্কাজন অবস্থা হাসপাতলে ভর্তি আছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ধামরাইয়ে কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের খাগুরতা বাসস্ট্যান্ডের পাশে বাসটি রাস্তা থেকে খাদে পড়ে উল্টে যায়।

নিহতরা হলেন- ঢাকা জেলার ধামরাই থানার মধুডাঙ্গা গ্রামের বাছের মোল্লার মেয়ে আকলিমা (৩৫) ও একই গ্রামের আমির মোল্লার মেয়ে সুরাইয়া (৩০) আরেকজনের নাম ঠিকানা পাওয়া যায়নি বলে জানান ওসি নির্মল কুমার।

এ বিষয়ে ধামরাই থানার ওসি নির্মল কুমার বলেন, সকালে প্রতিক সিরামিক কারখানার এই বাসটি শ্রমিকদের নিয়ে কারখানার দিকে যাচ্ছিলো। পথের ভেতর খাগুরতা এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনা স্থলেই দুইজন মারা যায় ও মুমূর্ষু অবস্থা আরও দুইজনে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তার মধ্য আরও একজন মারা যায় কিন্ত তার নাম ঠিকানা পাওয়া যায়নি।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: