প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত

অভিনন্দন আর্জেন্টিনা, দিয়েগো নিশ্চয় এখন হাসছে: পেলে

   
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, ১৯ ডিসেম্বর ২০২২

ছবি - সংগৃহীত

এবার বিশ্বকাপ ফুটবল ভীষণ অসুস্থ শরীরে উপভোগ করেছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। হাসপাতালে শুয়েও দেখছেন খেলা, জানিয়েছেন নিজের মত। চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিশ্বকাপ জয়েও অভিনন্দন জানাতে কার্পণ্য করলেন না তিনি। পেলের মতে এই অর্জনে নিশ্চয়ই অন্য কোন জগত থেকে হাসছেন প্রয়াত ডিয়েগো ম্যারাডোনা।

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির হাতে ওঠেছে পরম আরাধ্য সোনালি ট্রফিটা। আকাশী-সাদা জার্সিতে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে নিজেকেও আত্মতৃপ্তি দিয়েছেন মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার পর স্বর্গে থেকে হাসছেন ম্যারাডোনা- এমনটিই মনে করেন ব্রাজিল কিংবদন্তি পেলে।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর ইনস্টাগ্রামে এক বার্তায় পেলে লিখেছেন, ‘বরাবরে মতো রোমাঞ্চকর পথে ফুটবল আজ তার গল্পটা বলেছে। মেসি প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে যা তার প্রাপ্য। ‘আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে পেলে লিখেছেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা, দিয়েগো (ম্যারাডোনা) নিশ্চয় এখন হাসছে।’

মেসির পাশাপাশি পেলের প্রসংশা কুড়িয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে ইতিহাস গড়া এমবাপ্পেকে উদ্দেশ্য করে পেলে লিখেছেন, ‘আমার বন্ধু এমবাপ্পে, তুমি ফাইনালে ৪ (টাইব্রেকার শটসহ) গোল করেছ। এমন অসাধারণ কিছু দেখটা সত্যিই বড় একটি উপহার।’

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: