ফাইনালে হেরে আম্পায়ারকে বেধড়ক পেটালেন খেলোয়াররা

ছবি - সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃবিভাগীয় ক্রিকেটের ফাইনাল ম্যাচে রান আউট দেওয়ায় আম্পায়ারকে মারধর করেছে গণিত বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে আন্তঃবিভাগ গেমস সাব কমিটির সভাপতি অধ্যাপক ইলিয়াছ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। আহত আম্পায়ারের নাম খুরশিদ আলম সুইট। তিনি রাজশাহী জেলা আম্পায়ার এসোসিয়েশনের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান এবং গণিত বিভাগের মধ্যকার খেলাই প্রথম ইনিংসে শারীরিক শিক্ষা বিভাগ ৯ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসের খেলায় গণিত বিভাগ ১১৫ রানের টার্গেটে ব্যাটিং শুরু করে। একপর্যায়ে তৃতীয় উইকেটের রান আউটকে কেন্দ্র করে আম্পায়ারের সঙ্গে গণিত বিভাগের শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। পরে আম্পায়ারের সিদ্ধান্তকে মেনে নিয়ে উভয়দল খেলা চালিয়ে যায়।
নির্ধারিত ২০ ওভারে গণিত বিভাগ ৮ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে হেরে যায়। কিন্তু খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গণিত বিভাগের ১০ থেকে ১২ জন শিক্ষার্থী অ্যাম্পায়ারকে স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এ সময় মাঠে উপস্থিত অন্যরা হামলাকারীদের ছত্রভঙ্গ করে। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য পাঠানো হয়।
এ বিষয়ে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আক্তার বলেন, সুষ্ঠু তদন্ত করে, কারা আক্রমণ করেছে সেটি খতিয়ে দেখা হবে। আমার বিভাগের যতজন শিক্ষার্থীকে দোষী পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আন্তঃবিভাগ গেমস সাব কমিটির সভাপতি অধ্যাপক ইলিয়াছ হোসেন বলেন, উপাচার্য স্যারকে আমরা সুপারিশ করেছি, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। তিনি আশ্বস্ত করেছেন, শীঘ্রই দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সার্বিক বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই লজ্জাজনক। ক্যাম্পাসে এমন ঘটনা কখনই কাম্য নয়। অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত, পুরস্কার বিতরণী স্থগিত থাকবে।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: