গাজীপুরে দুইদিনব্যাপী সাহিত্য মেলা শুরু

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২, ০১:১০ পিএম

রাসেল শেখ, গাজীপুর থেকে: গাজীপুরে দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে এই মেলার উদ্বোধন করা হয়। জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রত্যেক জেলায় এই সাহিত্য মেলা অনুষ্ঠিত হচ্ছে।

গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালকের প্রতিনিধি স্বকৃত নোমান। সাহিত্য মেলায় প্রথম দিন রয়েছে- আলোচনা সভা, প্রবন্ধ পাঠ, লেখক কর্মশালা ও সংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় দিনে স্বরচিত কবিতা, ছড়া, ছোটগল্প, উপন্যাস ও নাটক পাঠের আয়োজন রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- পুলিশ সুপার কাজী শফিকুল আলম, ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মাসুদা সিকদার, গাজীপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক এম. এ বারী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপ-সচিব মো. আসাদুজ্জামান, টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, গাজীপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুকুল কুমার মল্লিক প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: