ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে রাবিতে আনন্দ মিছিল

ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে স্বাগত জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ।
বুধবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ছাত্রলীগের দলীয় ট্রেন্টে এসে মিলিত হোন তারা। এতে বিভিন্ন হলের নেতাকর্মীরা অংশ নেন।
‘সাদ্দাম-ইনান পরিষদ ছাত্রলীগের ভবিষ্যৎ”সাদ্দাম ভাই ভয় নেই রাজপথ ছাড়ি নাই’ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এমন সব স্লোগানে মুখোর হয়ে উঠে পুরো ক্যাম্পাস।
ছাত্রলীগ নেতাকর্মীরা বলছেন, বাংলাদেশ ছাত্রলীগ সবচেয়ে যোগ্য নেতৃত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানান তারা। একই সঙ্গে সাদ্দাম-ইনান বিতর্কমুক্ত ছাত্রলীগ উপহার দেবেন বলে প্রত্যাশা করেন তারা।
শহীদ জিয়াউর রহমান হল ছাত্রলীগের সভাপতি রাশেদ খান বলেন, সবচেয়ে আলোচিত নাম ছিল সাদ্দাম হোসেন। সাদ্দাম ভাই ঢাবির সফল সাধারণ সম্পাদক ছিলেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেছি। আশা করি, সাদ্দাম ভাই ও ইনান ভাইয়ের নেতৃত্বে ছাত্রলীগ আরও বেশি সুসংগঠিত হবে।
এর আগে মঙ্গলবার রাতে ঢাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদেরকে এতো সুন্দর একটি কমিটি উপহার দেওয়ার জন্য। সাদ্দাম ও ইনান ভাইয়ের এগিয়ে যাবে বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতে নতুন কমিটির নেতৃত্বে রাবি ছাত্রলীগ সর্বদা জাগ্রত থাকবে বলে আমি আশাবাদী।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: