আশুলিয়ায় জঙ্গল থেকে উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় শনাক্ত

সাভারের আশুলিয়ায় পরিত্যক্ত একটি বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার হওয়া নারীর লাশের পরিচয়া পাওয়া গেছে। তার নাম পারভীন আক্তার (৩০)। বুধবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পিবিআইয়ের ঢাকা জেলার উপ-পরিদর্শক সালেহ ইমরান।
এর আগে মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে আশুলিয়ার নলাম ফুলেরটেক এলাকায় জনৈক আশিকের মালিকানাধীন পরিত্যক্ত বাড়ির পাশের জঙ্গল থেকে পারভীনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত পারভীন আক্তার (৩০) লক্ষীপুর জেলার সদর থানার ঘনে শ্যামপুর এলাকার জয়নাল আবেদীনের মেয়ে।
স্থানীয়রা জানান, ওই জঙ্গল থেকে গন্ধ বের হতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজন দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে জঙ্গলের মাঝে এক তরুণী লাশ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পিবিআই।
এ বিষয়ে পিবিআইয়ের ঢাকা জেলার উপ-পরিদর্শক সালেহ ইমরান বলেন, নিহতের গলায়, পেটে ও পায়ের সহ বিভিন্নস্থানে আঘাতের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। তার হত্যাকারীদের শনাক্ত করা হবে। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। আমরা আশাবাদী খুব শিগ্রই তাদেরকে গ্রেফতার করতে সম্ভব হবো।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: