আওয়ামী লীগের সম্মেলন: কাদেরের ‘হ্যাটট্রিক’, নাকি নতুন নেতৃত্ব

আগামী শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম সম্মেলন।এদিন বিকেলে সম্মেলনের দ্বিতীয় পর্বে (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হবে) নেতৃত্ব নির্বাচন করা হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা দশমবারের মতো দলীয় প্রধান নির্বাচিত হবেন এটা প্রায় নিশ্চিত বলা চলে। তবে দলের সাধারণ সম্পাদক কে হচ্ছেন তা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত রয়েছে আগ্রহ-আলোচনা।
কেউ ধারণা করছেন, সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের হ্যাটট্রিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসবে কিনা, সে সিদ্ধান্ত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ওপরই নির্ভর করছে বলে জানিয়েছেন দলটির নীতিনির্ধারকরা। তাদের মতে, সভানেত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই থাকছেন তা নিয়ে কোনো প্রশ্ন নেই।এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগে তিনি (শেখ হাসিনা) অপরিহার্য ব্যক্তিত্ব। তিনি না চাইলেও কাউন্সিলররা তাকে ছাড়বেন না। এটা হলো বাস্তবতা।
আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নিয়ে এক সিনিয়র নেতা জানান, জাতীয় কাউন্সিলের আগে ওবায়দুল কাদের খুব সক্রিয় ছিলেন, এবং সম্ভবত তিনি হ্যাটট্রিক করতে যাচ্ছেন।এছাড়া ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের মধ্যে এগিয়ে আছেন দলের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, ড. মুহাম্মদ আবদুর রাজ্জাক ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, হাসান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
এছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে কেন্দ্রীয় কমিটিতে বড় কোনো পরিবর্তনের আভাস নেই। দলের ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ থেকে পাঁচ-সাতজন নেতা বাদ পড়তে পারেন।আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ২০৪১ সালকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবারের কাউন্সিল। জাতীয় কাউন্সিল মানে নতুনত্ব কিছু, চমক তো অবশ্যই থাকে। কাজেই কী ধরনের নেতৃত্ব আসবে, তা ২৪ ডিসেম্বরই বলা যাবে।
এরই মধ্যে সম্মেলন প্রস্তুতির কাজ প্রায় সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগের নীতিনির্ধারকরা বলছেন, বছর খানেক পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই বর্তমান কেন্দ্রীয় কমিটির মাধ্যমেই এ নির্বাচন পাড়ি দিতে চায় দলটির সর্বোচ্চ নীতিনির্ধারকরা।দলটির আরেক প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, কমিটির পরিধি ৮১ সদস্য বিশিষ্টই থাকছেই। আর গঠনতন্ত্রের কিছু ধারা-উপধারায় কিছু শব্দচয়ন এবং সংশোধনের বিষয় আছে। তবে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না।
উল্লেখ্য, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে এবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের ব্যয় সংকোচন করা হয়েছে। ফলে অনেক আয়োজনেই কাটছাঁট হচ্ছে। এবারের সম্মেলনেও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল আমন্ত্রণ পাচ্ছে। রাজনীতিবিদ ছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধি, পেশাজীবী নেতা ও বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ।
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: