ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বৃত্তি ও সাইকেল বিতরণ

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২, ০৭:১৬ পিএম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ।

অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীকে ১টি করে বাইসাইকেল দেওয়া হয়। এর মধ্যে ২০ জন ছাত্রী ও ২০ জন ছাত্র। এছাড়া স্নাতক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়পড়ুয়া ৩৫০ শিক্ষার্থীর মধ্যে ১৮ লাখ ৪৮ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের (টিডব্লিউএ) চেয়ারম্যান মি. নবেশ খকসি, জেনারেল সেক্রেটারী অসিম ¤্রং, আদিবাসী নেতা ধীমান কোচ, চিত্তরঞ্জন বর্মণ, সাংবাদিক হারুণ অর রশিদ দুদু ও গোলাম রব্বানী টিটু প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: