মুশকিল লীগসহ ১৪ রাজনৈতিক দলের আবেদন বাতিল

ছবি - সংগৃহীত
নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করা ৯৩টি দলের মধ্যে ১৪টির আবেদন বাতিলের সুপারিশ করেছে নির্বাচন কমিশনের (ইসি) বাছাই কমিটি। এছাড়া, দুটি দল নিজেরা আবেদন প্রত্যাহার করে নেওয়ায় বর্তমানে ৭৭টি দল নিবন্ধন প্রত্যাশী হিসেবে টিকে রইল। এই ৭৭টি দলেরও কাগজপত্র ঠিক না থাকায় ১৫ দিন সময় দিতে সুপারিশ করেছে বাছাই কমিটি।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনের একটি সূত্র। এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, এবার নিবন্ধনের জন্য আবেদন করা কোনও দলই সঠিকভাবে আবেদন করতে পারেনি। এর মধ্যে ১৪টি দল চালান এবং সঠিকভাবে আবেদন না করায় আবেদন বাতিলের সুপারিশ করা হয়েছে। এই বিষয়ে কমিশন পরবর্তী সিদ্ধান্ত দেবে। আর সঠিকভাবে আবেদন করলেও তথ্যের ঘাটতি থাকা ৭৭টি দলকে ১৫ দিন সময় দিয়ে চিঠি দেওয়ারও সুপারিশ করা হয়েছে। এ ছাড়া দুটি দল নিজ থেকেই আবেদন প্রত্যাহার করে নিয়েছে।
আবেদন বাতিলের সুপারিশ করা ১৪টি দল হলো- মুশকিল লীগ; বঙ্গবন্ধু দুস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ; বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ); বৈরাবরী পার্টি; বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী ও নন-প্রবাসী কল্যাণ দল; বাংলাদেশ জনমত পার্টি; বাংলাদেশে ডেমোক্রেসি মুভমেন্ট (বিডিএম); নতুন ধারা বাংলাদেশ-এনডিবি; মুক্তিযোদ্ধা কমিউনিজম ডেমোক্রেটিক পার্টি; ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী ন্যাপ); সাধারণ জনতা পার্টি (জিপিপি); জাতীয় ইসলামী মহাজোট; বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ; এবং স্বদেশ কল্যাণ কর্মসূচি।
এ ছাড়া ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এবং বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদ, এই দুটি দল নিজ থেকে আবেদন প্রত্যাহার করে নিয়েছে। এর আগে, নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেন, নিবন্ধন পেতে আগ্রহী দলগুলোকে শতভাগ শর্ত পূরণ করতে হবে। একটি শর্তও যদি অপূর্ণ থাকে, তবে নিবন্ধন দেওয়া হবে না। যেকোনও দলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: